সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টি-২০ বিশ্বকাপে খেলবেন আফ্রিদি

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

টি-২০-বিশ্বকাপে-খেলবেন-আফ্রিদি

টি-২০-বিশ্বকাপে-খেলবেন-আফ্রিদি

বিশ্বকাপের আগে বড় ধরনের সুসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। আগামী টি-২০ বিশ্বকাপে খেলার জন্য শতভাগ ফিট হয়ে গেছেন দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে যোগ দিতে মরিয়া হয়ে আছেন আফ্রিদি নিজেও।

গত জুলাইয়ে শ্রীলংকা সফরে গল টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েন আফ্রিদি। এরপর থেকে মাঠের বাইরে তিনি। এতে গত এশিয়া কাপ ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-২০ সিরিজে খেলতে পারেননি আফ্রিদি।

দ্রুত সুস্থতার জন্য লন্ডনে পুর্নবাসন প্রক্রিয়া নিয়েও কাজ করেছেন আফ্রিদি। ইতেমধ্যে নেটে বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি। তাই আগামী বিশ্বকাপের শুরু থেকেই আফ্রিদিকে দল পাবে বলে নিশ্চিত করেছে পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘লন্ডনে পুনর্বাসনের পর টি-২০ বিশ^কাপের জন্য আগামী ১৫ অক্টোবর ব্রিজবেনে জাতীয় দলে যোগ দিবেন আফ্রিদি।’

ফিটনেস সাপেক্ষে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন আফ্রিদি। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান। ১৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে পাকিস্তান।

পিসিবি জানিয়েছে, প্রস্তুতি ম্যাচের জন্যও পাওয়া যাবে আফ্রিদিকে।

দলের সাথে যোগ দিয়ে মুখিয়ে আছেন আফ্রিদি। বিবৃতিতে আফ্রিদির জানান, ‘অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের জন্য আবারও জাতীয় দলে যোগ দিতে মরিয়া হয়ে আছি আমি।’

তিনি আরও বলেন, ‘গত ১০ দিন কোন সমস্যা ছাড়া পুরো রান-আপ ও গতিসহ ছয় থেকে আট ওভার বোলিং করছি। তবে ম্যাচ পরিস্থিতির সাথে কোন কিছুর তুলনা হয় না। ম্যাচ খেলতে আমি মুখিয়ে আছি।’