স্টেইনের চোখে সূর্যকুমার ভারতের ডি ভিলিয়ার্স
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
স্টেইনের-চোখে-সূর্যকুমার-ভারতের-ডি-ভিলিয়ার্স
তবে তার যে জিনিসটা ইদানিং খুব নজরে পড়ে সেটা হলো, লেগ স্ট্যাম্পের দিকে সরে এসে জায়গা করে নিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা হাঁকানো কিংবা ল্যাপ শট খেলা। যেটা আগে করতেন এবি ডি ভিলিয়ার্স।
সূর্যকুমারের এই মারকুটে ব্যাটিংয়ের জন্য তাকে অনেকেই ‘৩৬০ ডিগ্রী’ বলে ডাকেন। একই কারণে এবার তাকে প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করেছেন ডেল স্টেইন। স্টেইনের মতে, সূর্যকুমার ভারতীয় ডি ভিলিয়ার্স।
আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে দুই হাত ভরে কাজে লাগিয়েছেন সুর্যকুমার। সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন শীর্ষ দুইয়ে।
স্টেইন বলেন, সে একজন ৩৬০ ডিগ্রি খেলোয়াড় এবং এবি ডি ভিলিয়ার্সের কথা মনে করিয়ে দেয়। সে ডি ভিলিয়ার্সের ভারতীয় সংস্করণ এবং এই মুহূর্তে সে দুর্দান্ত ফর্মে আছে, এই বিশ্বকাপে তার ওপর নজর রাখতে হবে।'
স্টেইন আরো বলেন, সে এমন একজন খেলোয়াড় যে, বলের গতি ব্যবহার করতে পছন্দ করে। সে স্কোয়ারের পিছনে খেলতে পছন্দ করে। ফাইন লেগ কিংবা উইকেটের পেছনেও ভালো খেলে। সবমিলিয়ে সে একজন অলরাউন্ড খেলোয়াড়।'