সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লালমোহনে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের দণ্ড

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

লালমোহনে-ইলিশ-শিকারের-দায়ে-৭-জেলের-দণ্ড

লালমোহনে-ইলিশ-শিকারের-দায়ে-৭-জেলের-দণ্ড

ভোলার লালমোহনে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে লালমোহনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমান এ অর্থদণ্ড করেন।

উপজেলা মৎস্য অফিসের মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বে মেঘনা নদী থেকে বুধবার সকালে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলে প্রত্যেক জেলেকে আড়াই হাজার টাকা করে মোট ১৭ হাজার ৫০০ টাকা  জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আজগর, মো. ইব্রাহিম, আব্দুল বারেক, মো. করিম, রুবেল মাঝি, মো. মনির ও মো. রাজিব। তারা সবাই উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারের খাল এলাকার বাসিন্দা।