চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
চোখের-নিচের-ডার্ক-সার্কেল-দূর-করার-ঘরোয়া-উপায়-
এই ডার্ক সার্কেল দূর করতে কিনা করে সবাই! রাতে ভালো ঘুম না হওয়া বা অত্যাধিক খাটাখাটনি করলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। তবে আশার কথা হলো এই কালো দাগ সহজেই নিয়াময় যোগ্য।
চোখের নিচের কালি দূর করতে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়
>>> চামচ দুইটি চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দুইটি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দুইটি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে।
>>> শসার রস দুইটি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর পনের মিনিট রাখুন।
>>> টি ব্যাগ-ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।
>>> আলু-খোসাসহ বেটে বা গ্রেট করে চোখের উপর রাখুন।
>>> কাজু বাদাম- কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।
>>> বাদাম তেল- চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।