অর্ধ পথে এসে যে কারণে তরী ডুবালো বাংলাদেশ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
অর্ধ পথে-এসে যে-কারণে-তরী-ডুবালো-বাংলাদেশ
কিন্তু সেই অসম্ভবের প্রাথমিক ধাপটাই সম্ভব করতে পারলো না বাংলাদেশ। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে জয়ের পথেই ছিলো টাইগাররা। সেখান থেকে হার নয়, বরং জয়-ই কাছে ছিলো। তারপরও কেনো এই হার?
হারের কারণ খুঁজতে গেলে প্রথমেই চোখে পড়বে মিডল অর্ডারের অসহায়ত্ব। ওপেনিং জুটিতে ভর করে প্রাথমিক লক্ষ্যটা পূরন করে বাংলাদেশ। ২০৯ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে এক পর্যায়ে ১০ ওভারে ৯০ রান তুলে ফেলে টাইগাররা। হাতে তখনো উইকেট আছে ৭টি। বল বাকি কাটায় কাটায় ৬০টি।
টি-টোয়েন্টির এই যূগে ৬০ বলে ১১৯ রান মোটেই অসম্ভব কিছু না। তারউপর যদি তখনো হাতে থাকে মিডল অর্ডারের পুরোটাই। কিন্তু এখানে একেবারেই ব্যর্থ আমাদের মিডল অর্ডার। স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
একে একে বিদায় নিলেন আফিফ হোসেন, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী। তিনজন মিলে বল খেললেন ১৬, রান করলেন ১২। পরের দুইজন মোসাদ্দেক হোসেন ও সাইফউদিন মিলে করলেন ১৫ বলে ১২!
হিসেবে দেখা যায়, মিডল অর্ডারের পাঁচ ব্যাটার মিলে ৩১ বলে করেছেন ২৪ রান। যেখানে এক সাকিবই করেছেন ৪৪ বলে ৭০! ঠিক এখানেই হেরে গেছে বাংলাদেশ। পুরো ব্যর্থতাটাই মিডল অর্ডারের। মুখে তুলে ধরলেও খেতে পারলো না তারা।
এর আগে বোলিংয়ে সেই পুরনো চিত্র দেখা গেলো। প্রতিপক্ষ ব্যাটারদের উপর প্রভাব বিস্তার করার মতো ছিলেন না কেউই। সবাই বেদম মার খেলেন। ব্যর্থতার শুরুটা এখান থেকেই। অবস্থা এমন যে, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবো কোথা?
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওষুধ দেবার জায়গা নেই। চারদিকেও এতো ব্যর্থতার মাঝেও যে বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এটাই তো হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর নবম আশ্চর্য!