বগুড়ায় এক ঘণ্টার শিশু বিষয়ক কর্মকর্তা দিয়া
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
বগুড়ায়-এক-ঘণ্টার-শিশু-বিষয়ক-কর্মকর্তা-দিয়া
বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রতীকী দায়িত্ব পালন করে ১৭ বছরের দিয়া। সে ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্সের (এনসিটিএফ) পার্লামেন্ট সদস্য।
‘ক্ষমতায় সমানে সমান’ প্রতিপাদ্যে নারী ক্ষমতায়ন এবং মেয়েদের সক্ষমতা নিশ্চিতের প্রচেষ্টায় ব্যতিক্রম এ আয়োজন করে এনসিটিএফ। এতে আর্থিক সহযোগিতা করে প্লান ইন্টারন্যাশনাল নামে এক এনজিও। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে ইয়ূথ ফর চেঞ্জ এবং ইয়েস বাংলাদেশ।
কন্যা শিশুদের স্বাধীনতা ও অধিকারকে প্রাধান্য দিয়ে ‘গালর্স টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে বগুড়ায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলীর কাছ থেকে বুধবার দুপুরে তার কার্যালয়ে ১ ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব বুঝে নেয় দিয়া। দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য শিশু বিষয়ক কর্মকর্তাকে ধন্যবাদ জানায় দিয়া।
এ সময় দিয়া জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করে। শিশু একাডেমিতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেয় এবং শিশুবান্ধব পরিবেশে সব ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে সবাইকে আহ্বান জানায়।
এক ঘণ্টা পর দায়িত্ব বুঝে নিয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলী বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়নে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন করেছে। বাংলাদেশ শিশু একাডেমির হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফের প্রতি বছর গালর্স টেকওভার কার্যক্রম প্রশংসনীয়। এর মাধ্যমে কন্যা শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে।
ইয়েস বাংলাদেশের জেলা ভলেন্টিয়ার সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, এনসিটিএফের বগুড়ার সভাপতি জুবাইর আহমাদ, সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত নকশী, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক নাহিয়ান, শিশু গবেষক মালিহা ইসলাম, শিশু সাংসদ মাহমুদ আল জিহাদ, জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন প্রমুখ।