সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরো ১ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে নতুন ৬৪৭

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

আরো-১-ডেঙ্গুরোগীর-মৃত্যু-হাসপাতালে-নতুন-৬৪৭

আরো-১-ডেঙ্গুরোগীর-মৃত্যু-হাসপাতালে-নতুন-৬৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৬৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ২ হাজার ৪৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৬৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১৯ হাজার ৯৬১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

চলতি বছর দেশে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫১৭ জনে, আর মারা গেছেন ৭৫ জন।