সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিয়াদ-মুশফিক-তামমিকে টপকে গেলেন সাকিব

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

রিয়াদ-মুশফিক-তামমিকে-টপকে-গেলেন-সাকিব

রিয়াদ-মুশফিক-তামমিকে-টপকে-গেলেন-সাকিব

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সবোর্চ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দেশের হয়ে দ্বিতীয় সবোর্চ্চ ম্যাচ খেলার নজির গড়েন সাকিব। দেশের হয়ে সাকিব ১০৩ তম টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি।

ফলে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি ক্রিকেটার ও অধিনায়ক মুশফিকুর রহিমকে পেছনে ফেললেন সাকিব। এর আগে বাংলাদেশের জার্সি গায়ে ১০২টি টি-২০ ম্যাচ খেলেছেন মুশফিক।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-২০ খেলার রেকর্ড সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ১২১টি টি-২০ ম্যাচ খেলেছেন রিয়াদ।

মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবের পর সবোর্চ্চ ম্যাচ খেলার তালিকায় চতুর্থস্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। টি-২০ থেকে অবসর নেয়া তামিম ৭৪টি ম্যাচ খেলেন।