অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ
প্রকাশিত : ০৪:১০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
অনিয়মের-অভিযোগে-গাইবান্ধা-৫-আসনের-উপ-নির্বাচনে-ভোটগ্রহণ-বন্ধ
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনের ভোট পর্যবেক্ষণের মনিটরিং সেলে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মূল অ্যাকশন হিসেবে আমরা প্রথমেই কেন্দ্র বন্ধ করে দিয়েছি এবং টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে ভোট বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
কাজী হাবিবুল আউয়াল জানান, যদি মনে হয় নির্বাচন সঠিকভাবে হচ্ছে না সেক্ষেত্রে নির্বাচন বন্ধ করে দিতে পারে কমিশন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হবে।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এরপর তফসিল অনুযায়ী ভোটগ্রহণ শুরু করা হলেও বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রসহ ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সব কেন্দ্রে ভোটগ্রহণ করার কথা ছিল।