নিষেধাজ্ঞা অমান্য, ৪ জেলেকে জরিমানা
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
নিষেধাজ্ঞা-অমান্য-৪-জেলেকে-জরিমানা
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এর আগে মঙ্গলবার বিকেলে পর্যন্ত চরফকিরা ও মুছাপুর ইউনির উড়িরচর এলাকার মেঘনা নদীতে এ অভিযান চালান নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া।
জানা যায়, রাতে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন জেলে প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে চরফকিরা-মুছাপুর ও উড়িরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুছাপুর-চরফকিরা সীমান্ত এলাকার মেঘনা নদীর পাড় থেকে ৩ লাখ মিটার ইলিশ ও জালসহ চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া।
তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। এ সময় যারা আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে সহযোগিতা করেন, মৎস্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ।