বিশ্বকাপের জন্য শতভাগ ফিট শাহিন, জানালো পাকিস্তান
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
বিশ্বকাপের-জন্য-শতভাগ-ফিট-শাহিন-জানালো-পাকিস্তান
সম্ভব হলে বিশ্বকাপের আগেই মাঠে নামতে চাইছেন আফ্রিদি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বল হাতে নেওয়ার জন্য মুখিয়ে আছেন শাহিন। বাকিটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।
পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম ভরসা শাহিন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেই বোলিং এখনো অনেকের চোখে ভাসে। এমন একজনকে মোটেই হাতছাড়া করতে রাজি ছিলো না পাকিস্তান।
তাই বিশ্বকাপের আগের সময়টায় শাহিনের দিকে কঠোরভাবে নজর রেখেছিলো তারা। চোট থেকে সেরে ওঠা এবং পুর্নবাসন প্রক্রিয়ার সময়টায আফ্রিদির পাশে ছিলো তারা। সব শেষ করে আপাতত মাঠে ফিরেছেন শাহিন। নেটে বোলিংও করছেন নিয়মিতই।
মাঠে ফেরা প্রসঙ্গে শাহিন বলেন, ‘গত ১০ দিন ধরে কোনো সমস্যা ছাড়াই আমি পুরো রানআপ ও গতিসহ ছয় থেকে আট ওভার বোলিং করছি। যদিও আমি নেটে বোলিং এবং ব্যাটিং উপভোগ করেছি, তবে ম্যাচ পরিস্থিতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। ম্যাচ খেলতে আমি মুখিয়ে আছি।'
তিনি আরো বলেন, 'কঠিন এবং চ্যালেঞ্জিং পুনর্বাসন প্রোগ্রাম ছিল এটি। তবে আমি পুরোপুরি উপভোগ করেছি। সত্যি বলতে, আমি আগের চেয়ে ফিট অনুভব করছি এবং খেলার জার্সি পরতে মুখিয়ে আছি।‘