মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিষ্টি কম পাওয়ায় বাগবিতণ্ডা, প্রাণ গেল যুবকের

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

মিষ্টি-কম-পাওয়ায়-বাগবিতণ্ডা-প্রাণ-গেল-যুবকের

মিষ্টি-কম-পাওয়ায়-বাগবিতণ্ডা-প্রাণ-গেল-যুবকের

সম্পর্কিত খবর বাড়িতে ‘আড্ডা’ দিতে নিষেধ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা বগুড়ায় মিষ্টি কম পাওয়া নিয়ে দ্বন্দ্বে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডোহরী গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে বিষয়টি করেছেন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। নিহত আলমগীর হোসেন পশ্চিম গুয়াডোহরী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।

জানা যায়, সোমবার রাত ৯টার দিকে আলমগীরের ভাতিজা সজীবের কন্যাসন্তান জন্ম নেয়ায় মিষ্টি বিতরণ করা হচ্ছিল আত্মীয়-স্বজনদের মধ্যে। এ সময় আলমগীরের বাড়িতে বিতরণকালে কম পড়ে যায় মিষ্টি। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে সজীবের সঙ্গে থাকা লোকজন আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, রাতেই আলমগীরের লাশ উদ্ধার করে ছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানান এসআই।