সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যাত্রী নিয়ে প্রথমবার আকাশে উড়লো ‘উড়ন্ত প্রাইভেটকার’

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

যাত্রী-নিয়ে-প্রথমবার-আকাশে-উড়লো-উড়ন্ত-প্রাইভেটকার

যাত্রী-নিয়ে-প্রথমবার-আকাশে-উড়লো-উড়ন্ত-প্রাইভেটকার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবার যাত্রী নিয়ে আকাশে উড়াল দিয়েছে চীনের তৈরি ‘উড়ন্ত প্রাইভেটকার’। চীনের ইলেকট্রনিক গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠান এক্সপেং ইনকর্পোরেশন এটি আকাশে উড়ায়। আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক বিমান চালুরও কাজ করছে এ প্রতিষ্ঠানটি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দ্যা এক্স-২ নামের এ উড়ন্ত প্রাইভেটকারটি দুটি আসনের। এটি বিমানের মতো উড্ডয়ন ও অবতরণ করে থাকে। বাহনটির চারটি ডানায় আটটি পাখা আছে।

সোমবার দুবাইয়ে ৯০ মিনিটের ঐ ফ্লাইটি হয়। নির্মাণকারীরা এটিকে আগামী প্রজন্মের উড়ন্ত প্রাইভেটকারের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করছেন।

এক্সপেং এরথের মহাব্যবস্থাপক মিংগুয়ান কুই বলেন, আমরা আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে দুবাইকে বাছাই করেছি। কারণ দুবাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে উদ্ভাবনমুখী শহর।