সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুডিগারের গোলে মান বাঁচালো রিয়াল

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

রুডিগারের-গোলে-মান-বাঁচালো-রিয়াল

রুডিগারের-গোলে-মান-বাঁচালো-রিয়াল

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ধরা খেতে খেতে বেঁচে গেলো। ঘরের মাঠে তাদেরকে দম বন্ধ করে ছেড়েছে শাখতার দানেস্কে। শেষ মুহূর্তে অ্যান্টিনিও রুডিগারের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে মাদ্রিদের দলটি। 

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই দলের প্রথম দেখায় গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিলো রিয়াল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি রিয়াল। একের পর এক বাজে শট ও গোল মিসের মহড়ায় কাটে প্রথমার্ধের ৪৫ মিনিট। তবে দ্বিতীয়ার্ধেই রিয়ালকে চমকে দেয় শাখতার।

দ্বিতীয়ার্ধের শুরুর ৩৫ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে এক সতীর্থের ক্রসে ডি-বক্সে হেডে গোলটি করেন অলেকজান্ডার জুভকভ। প্রথম দেখায়ও দলের একমাত্র গোলটি করেছিলেন তিনি।

এরপর ম্যাচের ফলাফলে পরিবর্তন আনতে দলের খেলোয়াড় পরিবর্তন শুরু করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে কোনো কাজ হচ্ছিলো না। শেষমেশ অতিরিক্ত সময়ে দলের ত্রাতা হয়ে আসেন রুডিগার।

যোগ করা সময়ের পাঁচ মিনিটের মাথায় টনি ক্রুসের দারুণ এক ক্রসে হেডে শাখতার দোনেৎস্কের জালে বল পাঠালেন আন্টোনিও রুডিগার। এই ডিফেন্ডারের গোলে কোনোমতে এক পয়েন্ট পায় কার্লো আনচেলত্তির দল।

এই ড্রয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে রিয়াল। আরেক ম্যাচে সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জেতা লাইপজিগ ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। শাখতারের পয়েন্ট ৫, সেল্টিকের ১।