বিষপান করে ছটফট, হাসপাতালে প্রাণ গেল ভ্যানচালকের
প্রকাশিত : ১২:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
বিষপান-করে-ছটফট-হাসপাতালে-প্রাণ-গেল-ভ্যানচালকের
মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ছালেহ আহাম্মদ বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী হোসেন তালুকদার বাড়ির দিলু মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
মৃতের স্ত্রী লাকি আকতার জানান, তার স্বামী ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তাদের জায়গা জমি না থাকায় গ্রামীণ ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এক বছর আগে বাড়ির পাশে কিছু জায়গা কিনেন। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না হওয়ায় তিনি সময়মতো ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি। এতে চরম মানসিক চাপে অস্থির হয়ে পড়েন। পরে গত শুক্রবার সকালে বিষপান করে ছটফট করতে থাকলে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন,বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।