সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত : ১১:৫০ এএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

ফিলিস্তিনি-যোদ্ধার-গুলিতে-ইসরায়েলি-সেনা-নিহত

ফিলিস্তিনি-যোদ্ধার-গুলিতে-ইসরায়েলি-সেনা-নিহত

ইসায়েলের অধিকৃত পশ্চিত তীরে ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পূর্ব জেরুজালেমের চেক পয়েন্টে হামলার কয়েক দিনের মধ্যে ইসরায়েলি সেনাদের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা ঘটলো।

নিহত ঐ সৈনিকের নাম ইডো বারুখ (২১।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার গুলি করে ঐ সেনা সদস্যকে হত্যা করা হয়। দুই হামলাকারী একটি গাড়িতে করে এসে ইসায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়।

ইসরায়েলের অবৈধ বসতিতে গুলি চালানোর দায় স্বীকার করেছে ফিলিস্তিনি যোদ্ধাদের জোট ‘লায়ন্স ডেন’। গত কয়েক মাস ধরে সক্রিয় এ সংগঠনটি।

সংগঠনটি জানায়, আমরা নাবলুসের পশ্চিমে দেইর শরাফ এলাকায় দখলদার ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় গুলি চালানোর ঘোষণা দিয়েছি। এ এলাকাটি নাবলুস ও জেনিনের মাঝে অবস্থিত। ফিলিস্তিনের এ শহরটিতে ইসরায়েলি সেনা অনুপ্রবেশের অর্ধবছর হয়ে গেছে।

এদিকে, হামলাকারীদের খুঁজছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা এএফপি জানায়, ঐ এলাকায় ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং চলাচলকারী যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ টুইটার এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেন, যারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং যারা তাদের সাহায্য করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করেইসরায়েল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ বসতি অবৈধ।