৫০ ভরি স্বর্ণ নিয়ে পালানোর সময় ধরা খেল ডাকাত
প্রকাশিত : ১১:১৫ এএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
৫০-ভরি-স্বর্ণ-নিয়ে-পালানোর-সময়-ধরা-খেল-ডাকাত
মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুর পৌর শহরের লঞ্চঘাট সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আটকের নাম তামিম ঘরামী। ২০ বছর বয়সী তামিম জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সবুজবাগ এলাকায় একসঙ্গে থাকছেন শিকদার মোটরের মালিক গোলাম নবী শিকদার ও তার ভাই স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার। মঙ্গলবার রাতে তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতদল। পরে ঘরে থাকা ৫০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে তামিমকে ধরে পুলিশে খবর দেন গ্রামের লোকজন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতদলের আরো তিনজনের নাম স্বীকার করেছে আটক তামিম। তাদের ধরতে অভিযানে মাঠে নেমেছে পুলিশ।