সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের সামনে ২০৯ রানের বিশাল টার্গেট

প্রকাশিত : ১০:৩০ এএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

বাংলাদেশের-সামনে-২০৯-রানের-বিশাল-টার্গেট

বাংলাদেশের-সামনে-২০৯-রানের-বিশাল-টার্গেট

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-২০ সিরিজে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই সিরিজে টিকে থাকবে টাইগাররা। সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান।

এর আগে, নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে তোলে ২০৮ রান। ভয়ংকর ফিন অ্যালেন ২৫ বলে ৪৫ রানের ঝোড়ো জুটি গড়েন ডেভন কনওয়ের সঙ্গে। মারমুখী অ্যালেনকে (১৯ বলে ৩ চার, ২ ছক্কায় ৩২) পঞ্চম ওভারে ফেরান শরিফুল ইসলাম। এরপর কনওয়ে, ৩০ বলে ফিফটি তুলে নেন। ১৪তম ওভারে এবাদত হোসেনের বলে লংঅন বাউন্ডারিতে ক্যাচ আউট হন মার্টিন গাপটিল (২৭ বলে ৩৪)।

১৭তম ওভারে জোড়া উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম বলেই মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন কনওয়ে (৪০ বলে ৫ চার, ৩ ছক্কায় ৬৪ রান)। দুই বল পর দারুণ এক ডেলিভারিতে নতুন ব্যাটার মার্ক চ্যাপম্যানের (২) স্টাম্প ভাঙেন সাইফউদ্দিন। এরপর গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটিং দলকে বড় সংগ্রহ এনে দিয়েছে। ইনিংসের দুই বল বাকি থাকতে এবাদতের বলে বোল্ড হন (২৪ বলে ২ চার, ৫ ছক্কায় ৬০)।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন ও এবাদত দুটি করে উইকেট নেন। আর একটি উইকেট নেন শরিফুল।