বন্যার্তদের দেখতে পাকিস্তানে এলেন মালালা ইউসুফজাই
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
বন্যার্তদের-দেখতে-পাকিস্তানে-এলেন-মালালা-ইউসুফজাই
ভয়াবহ বিধ্বস্ত মৌসুমী বন্যা এবং বন্যার্তদের সঙ্গে দেখা করার লক্ষ্যে পাকিস্তানে এসেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। চার বছর পর মঙ্গলবার তিনি তার দেশের মাটিতে পৌঁছান।
মালালা তহবিলের বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের বন্যার প্রভাব বিশ্বের নজরে আনার সহায়তার লক্ষ্যে মালালা বন্যার্তদের দেখতে এসেছেন। একইসঙ্গে তার পরিদর্শন পাকিস্তানের ক্রান্তিকালীন মানবিক সহায়তা পুনর্শক্তি অর্জন করবে।
সর্বশেষ তথ্যানুযায়ী, পাকিস্তানের বিধ্বংসী বন্যায় এক হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। এ বন্যায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এর আগে, পাকিস্তানের যুবতী ও মেয়েদের রক্ষা এবং বন্যার ত্রাণের চেষ্টাকে সমর্থন করতে আন্তর্জাতিক উদ্ধার কমিটিকে (আইআরসি) জরুরি ত্রাণ প্রদান মঞ্চুর করেছে মালালা তহবিল।