পাকিস্তানে সফরের জন্য মুখিয়ে উইলিয়ামসন
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
পাকিস্তানে-সফরের-জন্য-মুখিয়ে-উইলিয়ামসন
সোমবার এক বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, আটটি ওয়ানডে, দুটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য সামনের পাঁচ মাসের মধ্যে দু’দফায় পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড।
এই খবরের পরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দীর্ঘ ১৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দল। সে হিসেবে উইলিয়ামসনের উচ্ছ্বাস অস্বাভাবিক কিছু নয়।
পাকিস্তান সফর নিয়ে পিসিবির অফিসিয়াল টুইতার পেজে একটি ভিডী অ শেয়ার করা হয়। তাতে ব্ল্যাকক্যাপস অধিনায়ককে বলতে শোনা যায়, ‘আবারও ক্রিকেট খেলতে পাকিস্তানে ফিরবো, ব্যাপারটা সত্যিই রোমাঞ্চকর।’
তিনি আরও বলেছেন, পাকিস্তানের ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলতে পারাটা দলের জন্য বিশাল একটা চ্যালেঞ্জিং কাজ হবে। কারণ, তারা বিশ্বের সেরা ব্যাটার বাবর আজমের নেতৃত্বে মাঠে নামবে।‘
উইলিয়ামসন বলেন, ‘পাকিস্তানের সব ফরম্যাটে শক্তিশালী একটি দল রয়েছে। আমরা জানি তাদের বিপক্ষে খেলা একটি কঠিন কাজ হবে। তবে আমরা একটি দল হিসেবে আমরা একটি চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি।
সিরিজে প্রথম দফায় ২৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে দুই দল। দ্বিতীয় দফায় পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডশে খেলবে তারা। সর্বশেষ ২০০৩ সালে নিউজিল্যান্ড পাকিস্তান সফর করেছিল।