মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেহেরপুরে জামায়াতের ১০ নারী কর্মী আটক

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মেহেরপুরে-জামায়াতের-১০-নারী-কর্মী-আটক

মেহেরপুরে-জামায়াতের-১০-নারী-কর্মী-আটক

মেহেরপুরের মুজিবনগরে উঠান বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরাকোনা গ্রামের হজরত আলীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশের দাবি, আটক নারীরা সবাই জামায়াতে ইসলামীর কর্মী।

আটককৃত নারীরা হলেন, নাজিরাকোনা গ্রামের ডলি খাতুন (৩০), শাহিদা বেগম (৬০), সানোয়ারা খাতুন (৩৫), নিলুফা খাতুন (৩৫), রোকসানা খাতুন (৩২), শেফালী খাতুন (৩৫), বেদেনা খাতুন (৩৫), তানিয়া খাতুন (২৫), রুমিয়া খাতুন (৩০) ও সুরাইয়া খাতুন (২০)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা-পুলিশের একটি দল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের হজরত আলীর বাড়িতে অভিযান চালায়। জামায়াতের নারী কর্মীদের বৈঠক চলাকালে নাশকতা করার পরিকল্পনা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধর্মীয়, দলীয় ও জিহাদি ২৩টি বই জব্দ করা হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, আটক জামায়াতের নারী কর্মীরা সরকারের বিরুদ্ধে সমাজে বিদ্বেষ ছড়ানোর কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ১০ জন ও অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।