ভুয়া পুলিশ পরিচয়ে ৪ বিয়ে, শারীরিক সম্পর্কের সময় করতেন গোপন ভিডিও
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ভুয়া-পুলিশ-পরিচয়ে-৪-বিয়ে-শারীরিক-সম্পর্কের-সময়-করতেন-গোপন-ভিডিও
রোববার দিবাগত রাতে নগরীর সালনা বাজারের ময়মনসিংহ টু ঢাকাগামী রাস্তার আন্ডারপাসের নিচ থেকে প্রথমে রুবেল রানাকে গ্রেফতার করে মেট্রো সদর থানা পুলিশ।
এ সময় তার প্যান্টের সঙ্গে ঝুলানো ১টি প্লাস্টিক কার্ডে ভুয়া পুলিশ আইডি কার্ড (যেখানে রুবেল নামসহ হুবহু পুলিশের আইডি কার্ডের মত যাবতীয় তথ্যাদি আছে), ১টি কালো রংয়ের ওয়াকি টকি, ২টি আলাদা কালো এ্যান্টিনা, ৬টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৭টি বিভিন্ন অপারেটরের সিম, পুলিশের ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, ১টি বাংলাদেশ পুলিশ লেখা নীল রংয়ের নোটবুক উদ্ধার করা হয়।
রুবেল রানা টাঙ্গাইলের ঘাটাইল থানার ফটিয়ামারী এলাকার মৃত তোফাজ্জল হোসেনে ছেলে। তিনি গাজীপুর সিটির গাছার কমলেশ্বর এলাকার জনৈক মোস্তফার ৪র্থ তলার ভাটাটিয়া।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, পরবর্তীতে ধৃত আসামিকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে ১টি পুলিশের বেল্ট, ১টি খেলনা পিস্তল ও ১টি পিস্তলের কভার, ২টি পুলিশ লেখা সাদা খাম, ১টি কম্পিউটার, ২টি জাল সার্টিফিকেট (বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক দাখিল পরীক্ষার সনদ, যেখানে আরিফ হাসান নাম লেখা আছে এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক আলিম পরীক্ষার সনদ, যেখানে আরিফ হাসান নাম লেখা আছে ) উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে, আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো হারিজ মেম্বার মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ভুয়া আইডি সংক্রান্তে ফাইল সম্বলিত ২টি হার্ডডিস্ক, সংযুক্ত সিপিইউসহ তুষার ইসলাম (৩৭), পিতা- জব্বার মালিথা, সাং-শোড়াতলা, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ, বরিশাল জেলার আগৈলঝরা থানার অশোকসেন এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৪) এবং পঞ্চগড় জেলার বোদা থানার দিগলগ্রাম এলাকার জহিরুল হকের ছেলে খাইরুল ইসলামকে (৩১) গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, রুবেল রানা পুলিশ পরিচয় দিয়ে ৪টি বিয়ে করেছেন। এছাড়া ওই চক্রটি পুলিশের পোশাক পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করে পুলিশ অফিসার সেজে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে গোপনে ভিডিও করে রাখতেন। পরবর্তীতে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন। এ ঘটনায় সদর থানায় মামলা রুজু হয়েছে।