সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাজ্যেকে সতর্ক করলো আইএমএফ

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

যুক্তরাজ্যেকে-সতর্ক-করলো-আইএমএফ

যুক্তরাজ্যেকে-সতর্ক-করলো-আইএমএফ

জীবনযাত্রার ব্যয় সংকটে সতর্কতা করার পর এবার যুক্তরাজ্যের চ্যান্সেলরের ছোট-বাজেটকে নিয়ে সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফ বলছে, যুক্তরাজ্যের চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেংয়ের ঘোষণা করা কর মওকুফ স্বল্প মেয়াদে দেশটির অর্থনীতির অগ্রগতি কমতে পারে। তবে এ কর মওকুফ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধ করতে জটিল করতে পারে।

আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি সতর্ক করে বলে, ব্যয় বৃদ্ধির কারণে ২০২৩ সালে অনেক লোক মন্দার মতো অবস্থা অনুভব করবে।

যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৩ শতাংশ বাড়ার পর এটি পরবর্তী বছরে থেমে যেতে পারে। আইএমএফে’র জুলাইয়ের পূর্বাভাস থেকে সেটি ০.২ শতাংশ কমবে এবং ২০২২ সালে যুক্তরাজ্যের প্রত্যাশিত অর্থনীতির অগ্রগতি থেকে দ্রুত ৩.৬ শতাংশ থেকে নেমে গেছে।

প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানের নতুন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে অন্তর্ভুক্ত সাম্প্রতিকতম পরিসংখ্যানগুলো মধ্যে যুক্তরাজ্যের চ্যান্সেলরের মিনি-বাজেটকে বিবেচনায় নেয়নি।

আইএমএফ জানায়, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস নিম্নগামী হবে।