মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে করোনার টিকা পাচ্ছে সাড়ে ৪ লাখ শিশু

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

টাঙ্গাইলে-করোনার-টিকা-পাচ্ছে-সাড়ে-৪-লাখ-শিশু

টাঙ্গাইলে-করোনার-টিকা-পাচ্ছে-সাড়ে-৪-লাখ-শিশু

দেশব্যাপী শিশুদের করোনা টিকা প্রদানের অংশ হিসেবে টাঙ্গাইলেও করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া। 

জেলায় মোট ৪ লাখ ৪৯ হাজার ৯২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ১৩ কর্ম দিবসের মধ্যে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ৪ লাখ ৪৯ হাজার ৯২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, শিশুদের টিকা দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে হচ্ছে। আশা করি ১৩ কার্য দিবসের মধ্যে জেলার সাড়ে চার লাখ শিশুকে টিকা দেওয়া শেষ হবে।