মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফগার মেশিনের ধোঁয়ায় দিশেহারা মশার দল 

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফগার-মেশিনের-ধোঁয়ায়-দিশেহারা-মশার-দল 

ফগার-মেশিনের-ধোঁয়ায়-দিশেহারা-মশার-দল 

ফগার মেশিনের ধোঁয়ায় দিশেহারা হয়ে পড়েছে মশার দল। দলে দলে অনেকের যবানিকাপাত হয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার কেউ কেউ ডিম বাচ্চা নিয়ে মুমূর্ষু হয়ে পড়ে আছে। ফেনী শহরে মশার বিস্তারে নাগরিক দুর্ভোগ ঠেকাতে ১৮টি ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু হয়েছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। তখন ফগার মেশিনে সরকারি কলেজ আঙ্গিনায় মশার ওষুধ ছিটানো হয়।

এ সময় ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র পাল, ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব, সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা রাত্রিসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সরকারি দফতর সমূহ ও পৌরসভার ১৮টি ওয়ার্ডে সকাল-সন্ধ্যা মশক নিধন কর্মসূচি চলবে। এজন্য সুপারভাইজারসহ ৮ জন মশক নিধন কর্মসূচি ৬টি ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হবে। এ কর্মসূচিতে প্রতিদিন ৩০ লিটার মশক নিধন ওষুধ, ডিজেল ৬০ লিটার, ২০ লিটার অকটেন ব্যবহার হবে।

মশক নিধনে পৌরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে মেয়র স্বপন মিয়াজী বলেন, পৌরসভা মশক নিধনের ওষুধ ছিটাবে। মশক নিধনে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা। নিজ উদ্যোগেই বাসা-বাড়িতে মশার প্রজনন বিনাশ, বাসা বাড়ির আশেপাশে যেকোনো স্থানে দুই দিনের বেশি জমে থাকা পানি সরিয়ে নিতে হবে। এছাড়া বর্জ্য-আবর্জনা সরিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। খাল-ড্রেন ও পানি চলাচলের পথে পলিথিন ও প্লাস্টিক, বর্জ্য-আবর্জনা ফেলতে পারবেন না।

মেয়র স্বপন মিয়াজী আরো বলেন, মশক নিধন কার্যক্রমের মধ্য দিয়ে পৌরবাসী ডেঙ্গুসহ বিভিন্ন মশার যন্ত্রণা থেকে স্বস্তি পাবে। পৌরবাসীর ভোগান্তি দূর করতে পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পৌরসভা থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।