সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমুদ্রসীমার ‘ঐতিহাসিক’ চূড়ান্ত চুক্তিতে সম্মত লেবানন-ইসরায়েল

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

সমুদ্রসীমার-ঐতিহাসিক-চূড়ান্ত-চুক্তিতে-সম্মত-লেবানন-ইসরায়েল

সমুদ্রসীমার-ঐতিহাসিক-চূড়ান্ত-চুক্তিতে-সম্মত-লেবানন-ইসরায়েল

দীর্ঘদিনের বিতর্কিত তেল সমৃদ্ধ ভূমধ্যসাগরীয় সমুদ্রসীমার ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। দুই দেশের পক্ষ থেকে আলোচনায় অংশ নেয়া সূত্র থেকে এ তথ্য জানা গেছে। 

লেবাননের ডেপুটি স্পিকার ইলিয়াস বউ সাবের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়,  মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ভূমধ্যসাগরীয় সমুদ্রসীমার চূড়ান্ত খসড়া  লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের কাছে প্রদান করা হয়। এতে দুই পক্ষ চুক্তিতে পৌঁছেছে এবং সবাই সন্তুষ্ট হয়েছেন। 

বউ সাব বলেন, লেবানন তার সব অধিকার অর্জন করেছে এবং আমাদের সব চাহিদা চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, চুক্তির চূড়ান্ত খসড়ায় লেবাননের প্রয়োজনীয় সব বিবেচনা করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি, অন্য পক্ষ একই বিষয় বিবেচনা করবে। 

লেবাননের প্রেসিডেন্ট আশা করছেন, সীমানা নিয়ে চুক্তি শিগগিরই ঘোষণা করা হবে। এর আগে, আউন বলেন, একটি চুক্তি ইসরায়েলের সঙ্গে অংশীদারের সংকেত হবে না। কারণ দুটি দেশই কৌশলগত যুদ্ধে লিপ্ত।

ইসরায়েলের পক্ষে আলোচনা টিমের প্রধান হচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা। তিনি লেবাননের ডেপুটি স্পিকারের কথার সঙ্গে একমত পোষণ করেন।

ইয়াল হুলাতা বলেন, আমাদের সব চাহিদা পূরণ হয়েছে। যেখানে পরিবর্তনের আনার আহ্বান করা হয়েছিল সেখানে পরিবর্তন হয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ প্রতিরোধ করছি এবং ঐতিহাসিক চুক্তির দিকে যাচ্ছি।