সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেখ মোহাম্মদের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন পুতিন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

শেখ-মোহাম্মদের-সঙ্গে-যেসব-বিষয়ে-আলোচনা-করলেন-পুতিন

শেখ-মোহাম্মদের-সঙ্গে-যেসব-বিষয়ে-আলোচনা-করলেন-পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে বৈঠক হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধন নিয়ে আলোচনা হয়।

শেখ মোহাম্মদ বলেন, সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার সঙ্গে বাণিজ্য বিনিময় দ্বিগুণ করেছে। এটি পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি আরো বলেন, বিশ্বের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা শক্তিশালী অবদান রাখার জন্য সুযোগ খুঁজছে সংযুক্ত আরব আমিরাত। 

সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউক্রেন সংকটের উদ্বেগ কমাতে এবং কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান শেখ মোহাম্মদ।

আন্তর্জাতিক আইনের নীতি ও নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানায় সংযুক্ত আরব আমিরাত। 

উপসাগরীয় এ দেশ বিশ্বের শান্তি ও নিরাপত্তা অর্জন ও রাজনৈতিক স্থিতিশীলতায় পৌঁছাতে সামরিক উত্তেজনা ও মানবাধিকার লঙ্ঘন কমাতে বলে। 

এদিকে, পুতিন বলেন, সংযুক্ত আরব আমিরাত আরব অঞ্চলে বিরাট ভূমিকা রাখছে। মস্কো চায় জ্বালানির বাজার যোগান ও চাহিদার ওপর ভারসাম্য হোক। এতে জ্বালানি খাতে একটি স্থিতিশীলতা আসবে।

সূত্র- আরব নিউজ।