সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

৮৪ ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পর নতুন হামলা চালাচ্ছে রাশিয়া

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

৮৪-ক্ষেপণাস্ত্র-ছোড়ার-একদিন-পর-নতুন-হামলা-চালাচ্ছে-রাশিয়া

৮৪-ক্ষেপণাস্ত্র-ছোড়ার-একদিন-পর-নতুন-হামলা-চালাচ্ছে-রাশিয়া

পশ্চিমা ঘেঁষা দেশ ইউক্রেনের বিভিন্ন অংশে ৮৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পর আবার একই ধাঁচে হামলা করছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।- খবর ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র এবং সামরিক কমান্ডের সুবিধাগুলোতে উচ্চ নির্ভুল, দূরপাল্লার অস্ত্র ধ্বারা রাশিয়ার সেনারা হামলা করছে। বিবৃতিতে আরো বলা হয়, সব লক্ষ্যবস্তু যথার্থভাবে হামলা করা হয়েছে। 

লভিভের গভর্নর ম্যাক্সিম কজিসতিস্কি টেলিগ্রামে বলেন, এই মুহূর্তে দুই জ্বালানিকেন্দ্রে তিনটি বিস্ফোরণ হয়েছে। লভিভের মেয়র এনড্রি স্যাডভি বলছেন, লভিভ শহরের প্রধান এলাকায় বিদ্যুৎ নেই। 

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের অনেক শহরে হামলা করা হয়েছে। তবে একদিন পর রাশিয়া অভিযোগ করে যে ক্রিমিয়া ও রাশিয়ার সংযোগ সেতুতে কিয়েভ জড়িত রয়েছে।

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ঐ সব হামলায় ১০০ জন আহত হয়েছেন। 

ক্রিমিয়ার সংযোগ সেতুতে বিস্ফোণের পর  কিয়েভের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের প্রতিজ্ঞা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতীয় নিরাপত্তা পরিষদে বলেন, এখানে কোনো সন্দেহ নেই যে, যদি সন্ত্রাসী হামলা অব্যাহত রাখা হয় তবে রাশিয়া কঠিনভাবে তার জবাব দেবে।