আইপিএল না হয় দেশ, কিউই ক্রিকেটারদের বেছে নিতে হবে একটি
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
আইপিএল-না-হয়-দেশ-কিউই-ক্রিকেটারদের-বেছে-নিতে-হবে-একটি
চলতি বছর আইপিএলের মৌসুমে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এ সফরের জন্য ক্রিকেটারদের ধরাবাঁধা নিয়মের মধ্যে আটকাতে চায় না কিউই বোর্ড। জাতীয় দল অথবা আইপিএল, দুটি অপশন থেকে ক্রিকেটারদের পছন্দ বেছে নেওয়ার সুযোগ দিয়েছে বোর্ড।
এ বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও ডেভিড হোয়াইট বলেছেন, নিউজিল্যান্ড খেলোয়াড়রা আইপিএল খেলতে চান নাকি পাকিস্তান সফর করতে চান তা বেছে নেওয়ার সিদ্ধান্ত তাদের।
নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বোঝাপড়া অনুযায়ী, আমাদের পূর্ণ শক্তির দল পাকিস্তানে যাবে। আমি এই বিষয়ে খেলোয়াড় এবং তাদের অ্যাসোসিয়েশনের সাথে আর কথা বলিনি।‘
হোয়াইট আরও বলেন, ‘কিন্তু, খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে। তারা আইপিএল এবং পাকিস্তান সফরের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা পাবে।’
এদিকে, পাকিস্তান সফর নিয়ে দলগুলোর মধ্যে ভয় কাজ কুরলেও নিরাপত্তার ব্যাপারে আস্থাশীল হোয়াইট। তিনি বলেন, আমাদের প্রতিনিধিদল এই বছরের শুরুতে পাকিস্তান সফর করেছিল। আমরা এই সফরের বিষয়ে দূতাবাস এবং আমাদের সরকারের সাথে যোগাযোগ করেছি।
উল্লেখা, নিরাপত্তা উদ্বেগের কারণে ব্ল্যাকক্যাপসরা গত বছর রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডের কয়েক ঘণ্টা আগে তাদের পাকিস্তান সফর বাতিল করেছিল।