পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন এরদোগান
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
পুতিনের-সঙ্গে-বৈঠকে-বসছেন-এরদোগান
তুরস্কের কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।
বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর নিরপেক্ষ অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্ক কৃষ্ণসাগরের দুই প্রতিবেশি রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রেখেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনো কারো পক্ষ নেয়নি তুরস্ক।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের সঙ্গে লাভিভ যান তুরস্কের প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকট সৃষ্টি হয়। তখন সম্মিলিত চেষ্টায় ইউক্রেন থেকে খাদ্য রফতানির জন্য কিয়েভ ও মস্কোকে রাজি করান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও জাতিসংঘের মহাসচিব গুতেরেস।