‘হাউস অব দ্য ড্রাগন’-এর সঙ্গে কলকাতার কানেকশন!
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
হাউস-অব-দ্য-ড্রাগন-এর-সঙ্গে-কলকাতার-কানেকশন
ঘটনাটা কী ঘটেছে? আসলে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর পরিচালকদের মধ্যে একজন গীতা প্যাটেল। পুরো নাম গীতা বসন্ত প্যাটেল। জন্মসূত্রে ভারতীয় এই পরিচালক এখন আলোচনায়।
কে এই গীতা? এমি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া, সানডান্স চলচ্চিত্র উৎসবে প্রশংসিত গীতা প্যাটেলের জন্ম যদিও আমেরিকায়। তার মা-বাবা চম্পা প্যাটেল এবং বসন্ত প্যাটেল। আমেরিকার ইলিনয়ে ১৯৭৫ সালে জন্ম এই পরিচালকের। যদিও হালে তিনি আলোচনায় এসেছেন ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দৌলতে। কিন্তু এর আগে থেকেই পরিচালক হিসাবে রীতিমতো জনপ্রিয় তিনি। জন্ম এবং পেশা জীবনের বেশির ভাগটাই আমেরিকাতে হওয়া সত্ত্বেও বারবার ভারতের নানা বিষয় নিয়ে তথ্যচিত্র বানিয়েছেন তিনি।
পেশাগত জীবনের একেবারে গোড়ার দিকেই ‘প্রোজেক্ট কাশ্মীর’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেন তিনি। সেই তথ্যচিত্র আন্তর্জাতিক মহলে রীতিমতো প্রশংসিত হয়েছিল। এরপরে পৃথিবীর নানা প্রান্তে বহু বিধ বিষয় নিয়ে তথ্যচিত্রের কাজ করেছেন গীতা। কিন্তু তার সঙ্গে সম্পর্ক আছে কলকাতারও। কীভাবে?
২০০০ সাল থেকে একের পর এক ইনডিপেনডেন্ট ফিল্মের সঙ্গে যুক্ত ছিলেন গীতা। নিজেও যেমন বানিয়েছেন ছবি, তেমনই বেশ কিছু তথ্যচিত্র বা ইনডিপেনডেন্ট ছবির প্রযোজনার সঙ্গে সম্পর্ক রয়েছে তার। এমনই একটি ছবি ‘বর্ন ইনটু ব্রথেলস’। কলকাতার গণিকালয় নিয়ে নির্মিত এই তথ্যচিত্র সানডান্স-সহ পৃথিবীর বেশ কিছু তাবড় চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। আর এই তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন গীতা প্যাটেল।
পরবর্তীকালে এই ছবিটি যখন আন্তর্জাতিক স্তরে নানা পুরস্কার পায়, পরিচালকদের তরফেও ধন্যবাদ জানানো হয়েছিল গীতাকে। এভাবেই কলকাতার সঙ্গে জড়িয়ে গিয়েছে গীতার নাম।
‘হাউস অব দ্য ড্রাগন’-এর নতুন এপিসোডের শেষে পরিচালক হিসাবে গীতা প্যাটেলের নাম দেখে অনেকেই তার সম্পর্কে খোঁজখবর করা শুরু করেছেন। এবং সেই সন্ধান থেকেই বেরিয়ে এসেছে কলকাতার সঙ্গে তার সম্পর্কের কথা। আর সেখান থেকেই অনেকে মজা করে প্রশ্ন করেছেন, তাহলে কি এবার কল্লোলিনী তিলোত্তমার ‘হাউস অব দ্য ড্রাগন’-এর শুটিং হবে নাকি?