মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার মেঘনায় ডুবল লবণ বোঝাই ট্রলার

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

এবার-মেঘনায়-ডুবল-লবণ-বোঝাই-ট্রলার

এবার-মেঘনায়-ডুবল-লবণ-বোঝাই-ট্রলার

সম্পর্কিত খবর ১৬০ টন সিমেন্ট নিয়ে পদ্মায় ট্রলারডুবি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এম ভি বাহার নামে একটি লবণ বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা ট্রলারে থাকা ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই ট্রলারের নাবিক আতিকুল ইসলাম জানান, তাদের ট্রলারটি ছয়শ মণ লবণ নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে হাতিয়ার মেঘনা নদী হয়ে যাওয়ার সময় প্রথমে ডুবোচরে আটক পড়ে। পরে ট্রলারটি জোয়ারের কবলে পড়ে উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা ৭ মাঝি নদীতে ভাসতে থাকেন। পরে একটি স্পিডবোট ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই সাত মাঝিকে উদ্ধার করে। তবে জোয়ারের স্রোতে ডুবে গেছে ট্রলারটি।  

তিনি আরো বলেন, ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া ইউএনও সেলিম হোসেন।