সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনকে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ইউক্রেনকে-আরো-আকাশ-প্রতিরক্ষা-ব্যবস্থা-দিবে-যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে-আরো-আকাশ-প্রতিরক্ষা-ব্যবস্থা-দিবে-যুক্তরাষ্ট্র

রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে ইউক্রেনকে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১০ অক্টোবর) ইউক্রেনে রাশিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের এমন অঙ্গীকারের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক প্রতিবেদনে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, রুশ হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এর মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে কিয়েভসহ ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন বাইডেন। হামলায় হতাহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরো পড়ুন>> পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন নারীরা

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দিয়েছেন। ইউক্রেনকে নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার জন্য মিত্র ও অংশীদারদের পারস্পরিক সম্পৃক্ততারও তাগিদ দিয়েছেন তিনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিয়েভের প্রতিরক্ষা সহযোগিতায় এক নম্বর অগ্রাধিকার হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।