দেশে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই: কৃষিমন্ত্রী
প্রকাশিত : ০৪:১০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
দেশে-দুর্ভিক্ষ-হওয়ার-সুযোগ-নেই-কৃষিমন্ত্রী
মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সারাবিশ্বের মানুষ একটা শঙ্কার মধ্যে আছে। তারা উদ্বিগ্ন যে, একটা ব্যাপক মন্দা হতে পারে সারাবিশ্বে, খাদ্য সংকট দেখা দিতে পারে। এ বছর ইংল্যান্ডের মতো দেশে ৪৪ ডিগ্রি তাপমাত্রা হয়েছে। পুরো গমের খেত পুড়ে গেছে। অন্যান্য ফসলের ক্ষেতও পুড়ে গেছে। আমেরিকার মতো দেশে খরা হয়েছে। এজন্য একটা আশঙ্কার কথা আসছে।
তিনি বলেন, সারাবিশ্বে হলে আমরা তো আলাদা নয়। সে কারণে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন। সাধারণ নাগরিকদেরকেও আমরা সচেতন করছি। কার্পেটের নিচে ধুলো লুকিয়ে রেখে তো লাভ হবে না, তাতে দেশ আরো বিপর্যয়ের মধ্যে যাবে।
সারের মজুত প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, সারের যে ঘাটতি আছে, এটা ঘাটতি নয়। আমাদের পর্যাপ্ত মজুত আছে।