পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন নারীরা
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
পুরুষ-অভিভাবক-ছাড়াই-হজে-যেতে-পারবেন-নারীরা
সোমবার (১০ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোর সৌদি দূতাবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া।
তিনি বলেন, সৌদি ভ্রমণে গিয়ে হজ বা ওমরাহ পালন করতে নারীদের আর অভিভাবক বা রক্তের সম্পর্কের আত্মীয়ের দরকার পড়বে না। ওমরাহ পালনে মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিল হয়েছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক সব মুসলিমের জন্য সৌদি ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ডক্টর তৌফিক আরো বলেন, হজ ও ওমরাহ পালনে সকল খরচও কমানো হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে হয়রানি কমাতে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন সেবা বাস্তবায়ন করা হয়েছে। হজ ও ওমরাহ পালনকারীদের নুহসক প্লাটফর্মের মাধ্যমে মক্কার গ্রান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
সূত্র: সৌদি গেজেট