বৃষ্টিতে শেষ বাংলাদেশের এশিয়া কাপ মিশন
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
বৃষ্টিতে-শেষ-বাংলাদেশের-এশিয়া-কাপ-মিশন
মঙ্গলবার বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক ওভারও মাঠে গড়ালো না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
আর তাতেই নিয়তির হাতে স্বপ্ন ভেঙেছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের। এই সুযোগে পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে থাইল্যান্ড নারী দল।
নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো আসরের শেষ চারে পৌছালো থাইল্যান্ড নারী দল। বাংলাদেশের বিষাদের দিনে নিজেদের ক্রিকেট ইতিহাসে দিনটি স্মরণীয় করে রাখলো থাই মেয়েরা।
টাইগ্রেসরা আসর শেষ করলো ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। ৬ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে জ্যোতির দল। বিপরীতে তিন পরাজয়ের সঙ্গে পরিত্যক্ত এই ম্যাচের ১ পয়েন্ট মিলিয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট এগিয়ে ছিলো পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমিফাইনালের বাকি তিন দল রশিয়ার তিন পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।