সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন শিক্ষা কার্যক্রমে বড় পরিবর্তন দেখতে পাবো: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০১:১০ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

নতুন-শিক্ষা-কার্যক্রমে-বড়-পরিবর্তন-দেখতে-পাবো-শিক্ষামন্ত্রী

নতুন-শিক্ষা-কার্যক্রমে-বড়-পরিবর্তন-দেখতে-পাবো-শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম যদি পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী পাঁচ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে শুরু করব। দশ বছর পর বড় পরিবর্তন দেখতে পাব। 

সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কন্যা শিশু দিবস উপলক্ষে ব্রাকের আয়োজনে ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টাওয়ার্ডস জেন্ডার নরমস অ্যামাং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাঙলাদেশ’ শীর্ষক এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। কিন্তু যদি খুব ভালোভাবে করতে পারি তাহলে আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে, তাদের মধ্য দিয়ে তাদের পরিবারে চিন্তাগুলো চলে যাবে, চর্চাগুলো চলে যাবে। এর মাধ্যমে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি। 

এ সময় শিশু ও নারীর অধিকারসহ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।