মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা, স্বীকারোক্তি দিলেন ২ আসামি

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

ধর্ষণে-ব্যর্থ-হয়ে-গৃহবধূকে-হত্যা-স্বীকারোক্তি-দিলেন-২-আসামি

ধর্ষণে-ব্যর্থ-হয়ে-গৃহবধূকে-হত্যা-স্বীকারোক্তি-দিলেন-২-আসামি

জয়পুরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা ভুক্তভোগীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ এবং একই এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সাজেদার সঙ্গে গ্রেফতারকৃত আবু সাঈদের পরিচয় ছিল। এর জেরে গত ২৭ সেপ্টেম্বর সকালে ঐ গৃহবধূর বাড়িতে যান আবু সাঈদ ও তার বন্ধু রাব্বী। এ সময় একা পেয়ে তারা দুইজন সাজেদাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে তারা সাজেদার হাত-মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, শনিবার (৮ অক্টোবর) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সাঈদ এবং রাব্বিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তির পর তাদের কারাগারে পাঠানো হয়।