ভিটামিন ভেবে কীটনাশক খেয়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত : ১০:১৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ভিটামিন-ভেবে-কীটনাশক-খেয়ে-বৃদ্ধার-মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলার ভিটামিন ভেবে কীটনাশক খেয়ে করে হাবিবা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাবিবা বেওয়া একই গ্রামের জবেদ আলীর স্ত্রী।
জানা যায়, রোববার রাতে হাবিবা বেওয়ার বড় ছেলে মোফাজ্জল হোসেন বেগুন গাছের পোকা দমনের জন্য কীটনাশক এনে টেবিলের ওপরে রাখেন। সোমবার সকালে হাবিবা বেওয়া সেগুলো ভিটামিন মনে করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।