চলন্ত লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়লেন মা, বাঁচাতে গিয়ে ছেলে নিখোঁজ
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
চলন্ত-লঞ্চ-থেকে-ঝাঁপিয়ে-পড়লেন-মা-বাঁচাতে-গিয়ে-ছেলে-নিখোঁজ
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে বলে গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির এসআই রিয়াজুল জান্নাত জানান।
কোস্ট গার্ড সদস্যরা জানান, লঞ্চে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে নাইম হোসেনের সঙ্গে রাগ করে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দেন জামেরুন বেগম। এ সময় মাকে বাঁচাতে ছেলেও চলন্ত লঞ্চ থেকেই মেঘনায় ঝাঁপ দেয়।
এ ঘটনায় লঞ্চটি থামানো হলে সাঁতার কেটে ভেসে থাকা জামেরুন বেগমকে উদ্ধার করা গেলেও ছেলে নাঈম সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।
নিখোঁজ নাঈমের বাড়ি শরীয়তপরের সখীপুরে; তার বাবার নাম আক্তার হোসেন।
এসআই রিয়াজুল জান্নাত জানান, এই ঘটনার পরই কোস্ট গার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্ট গার্ড পাগলা স্টেশনের দুটি উদ্ধারকারী দল এবং একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। কিন্তু স্রোতের মধ্যে মেঘনায় ডুবে যাওয়া যুবকের সন্ধান পাওয়া যায়নি।