বিশ্বকাপের আগে আরো ইনজুরির আশঙ্কায় সাউথগেট
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
বিশ্বকাপের-আগে-আরো-ইনজুরির-আশঙ্কায়-সাউথগেট
ম্যানেচস্টার সিটির দুই খেলোয়াড় কাইল ওয়াকার ও কালভিন ফিলিপস কাতার বিশ্বকাপের আগে নিজেদের ফিট প্রমানে ইনজুরির সাথে লড়াই করে যাচ্ছেন। ওয়াকারের কুঁচকিতে ও ফিলিপসের ঘাড়ে অস্ত্রোপচার হয়েছে।
আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সাউথগেট তার দলকে প্রস্তুত করে তোলার জন্য খুব কম সময়ই হাতে পাচ্ছেন। বিশ্বকাপ শুরুর মাত্র আটদিন আগে প্রিমিয়ার লিগের খেলা বন্ধ হবে।
সাউথগেটের অধীনে ইউরো ২০২০’র ফাইনাল ও ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ইংল্যান্ড। কাতারের প্রচন্ড গরমের কথা মাথায় রেখে এবার প্রথমবারের মত বিশ্বকাপের আসর জুন-জুলাই থেকে সড়িয়ে নভেম্বর-ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্বের সব শীর্ষ লিগগুলোই মাঝামাঝি অবস্থায় বন্ধ রেখে বিশ্বকাপের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য হয়েছে।
সাউথগেট বলেন, মৌসুমের শেষে না খেলে মধ্য-মৌসুমে খেলাটা ভাল হয়েছে বলে আমার কাছে মনে হয়না। কারন মৌসুমের শেষে খেলতে আমাদের পক্ষ থেকে কোন সমস্যা ছিলনা। আমার কাছে সবসময়ই মনে হয়েছে এটা কিভাবে সম্ভব। একটি ব্যস্ত সূচীর মধ্যে থেকে গিয়ে খেলোয়াড়দের আরো কিছু বড় ম্যাচ খেলতে হবে। আমার কাছে মনে হচ্ছে এতে ইনজুরির সম্ভাবনা বাড়বে। খেলোয়াড়রা এখন অনেক বেশী ম্যাচ খেলার সুযোগ পায়। বিপরীতে তাদের রিকভারি একদমই হয়না।
নেশন্স লিগে টানা ছয় ম্যাচে জয়বিহীন থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। কাতার বিশ্বকাপ শেষে সাউথগেটের ভবিষ্যত নিয়েও আলোচনার ইঙ্গিত রয়েছে।