সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেপ্টেম্বর সেরা রিজওয়ান ও হারমানপ্রীত

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

সেপ্টেম্বর-সেরা-রিজওয়ান-ও-হারমানপ্রীত

সেপ্টেম্বর-সেরা-রিজওয়ান-ও-হারমানপ্রীত

সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। মেয়েদের সেরার পুরস্কার পেয়েছেন ভারতের হারমানপ্রীত কাউর। 

সাম্প্রতিক সময়ে মোহাম্মদ রিজওয়ানের সময়টা খুব ভালো যাচ্ছে। রানের ফোয়ারা ছুটিয়েই চলছেন পাকিস্তানি ওপেনার। তারই ফল পেলেন হাতেনাতে। সেরাদের দৌড়ে রিজওয়ান হারিয়েছেন ভারতের অক্ষর প্যাটেল ও অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রীনকে।

গত সেপ্টেম্বরে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন রিজওয়ান। সেপ্টেম্বরে মাত্র ১০ ম্যাচ খেলে রিজওয়ান হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সাতটি।  এশিয়া কাপে হংকং এবং ভারতের বিপক্ষে টানা দুই হাফ সেঞ্চুরি করে মাস শুরু করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এরপর টুর্নামেন্টের ফাইনালেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সবমিলিয়ে আসরের সেরা রান সংগ্রাহকও হয়েছেন এই পাকিস্তানি ব্যাটার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছিলেন তিনি।

মাস সেরার পুরস্কার রিজওয়ান উৎসর্গ করছেন সতীর্থদের। 

তিনি বলেন, আমি আমার সকল সতীর্থদের কৃতজ্ঞতা জানাতে চাই কারণ তারা আমার জন্য খেলাটা সহজ করে দিয়েছে। এই অর্জনগুলো আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অস্ট্রেলিয়ায় একই গতিকে এগিয়ে যেতে চাই।

আইসিসির ঘোষিত সেপ্টেম্বরের মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের প্রমীলা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও।  তবে ভাগ্য সহায় হয়নি তার। তাকে এবং স্বদেশী স্মৃতি মান্ধানাকে হারিয়ে মুকুট জিতে নিয়েছেন হারমানপ্রীত।