ছক্কা হাঁকানোতে নিজেকেই ‘রাজা’ বললেন ইশান
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ছক্কা-হাঁকানোতে-নিজেকেই-রাজা-বললেন-ইশান
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ বলে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ভারতীয় এ তরুণ। তার ইনিংসে ভর করে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত।
দলকে জেতাতে পেরে দারুণ খুশি ইশান। একই সঙ্গে জানিয়েছেন, সিঙ্গেল নেওয়ার চেয়ে ছক্কা মারতেই বেশ পছন্দ করেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসেও অবশ্য চারটি বাউন্ডারীর বিপরীতে ৭টি ছক্কা হাঁকিয়েছেন এই হার্ডহিটার ব্যাটার।
ইশান বলেন, যতদূর স্ট্রাইক রোটেট করার ব্যাপার, এটা কিছু খেলোয়াড়ের শক্তির উপর নির্ভর করে। কারোর শক্তি হলো ছক্কা মারা। তাই আমার মতো কেউ এত দ্রুত ছক্কা মারতে পারে না, আমি খুব সহজেই ছক্কা মারতাম। এটাই আমার ক্ষমতা। তাই আমি যদি ছক্কা মেরেই কাজটা করে নিতে পারি তাহলে রোটেট নিয়ে এত ভাবব কেন।
এই ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। তারা ৪৮ রানেই দুই ওপেনারকে হারায়। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১৬১ রানের জুটি গড়ে ভারতকে জয়ের অনেক কাছে নিয়ে যান কিশান। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।
তিনি আরো বলেন, তবে হ্যাঁ, এমন অনেক ইনিংসও আসবে যেখানে রোটেশনেরও প্রয়োজন হবে। যেখানে আগে উইকেট পড়েছে, তার জন্যও একটু প্র্যাকটিস করা দরকার, কিন্তু শক্তি যদি ছক্কা মারার হয় এবং বল মারার মতো হয়, তাহলে ছক্কা মারুন।
দেশের হয়ে খেলার সময় নিজের কথা না ভেবে দলের কথা ভেবে প্রয়োজন মতো খেলতে হবে জানিয়ে ইশান বলেন, রোটেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি সিঙ্গেল রান নিতে পারতাম এবং সেঞ্চুরিও পেতে পারতাম। কিন্তু আমি যখন খেলতে শুরু করি তখন আমি কখনই নিজের কথা ভাবি না। দেশের হয়ে খেলার সময় স্কোরের কথা চিন্তা করলে ভক্তদের প্রতি অবিচার করব।