গোপালগঞ্জে স্ত্রী হত্যার ১৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
গোপালগঞ্জে-স্ত্রী-হত্যার-১৭-বছর-পর-স্বামীর-মৃত্যুদণ্ড
সোমবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এই মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত অছিকার রহমান সরদার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গার মুন্সিরচর গজালিয়া গ্রামের মৃত সেকেন্দার সরদার ওরফে সেকেন সরদারের ছেলে।
জানা যায়, ২০০০ সালে টাকা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বিধবা জরিনা বেগমকে বিয়ে করেন ক্ষুদ্র ব্যবসায়ী অছিকার রহমান সরদার। জরিনার টাকা ও সম্পত্তি আত্মসাৎ করার পর তার ভরনপোষণ বন্ধ করে দেন অছিকার। ভরনপোষণের দাবিতে জরিনা গোপালগঞ্জের আদালতে একটি মামলা করেন। ২০০৫ সালের ৪ জুন জরিনা রাজি করিয়ে ওই মামলা থেকে জামিনে বেরিয়ে আসেন। জামিনে বেরিয়ে এসে ৭ জুন গভীর রাতে জরিনা বেগমকে হত্যা করেন।
এ ঘটনার পরের দিন ৮ জুন জরিনার ভাই দাউদ সিকদার বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিচার চলাকালীন এক আসামির মৃত্যু হয়। দীর্ঘ তদন্ত শেষে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক সোহরাব হোসেন ৮ আসামির বিরুদ্ধে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক মো. আব্বাস উদ্দীন আজ এ রায় দেন।