জোটের নেতাদের নিয়ে সন্দেহ বিএনপির
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
জোটের-নেতাদের-নিয়ে-সন্দেহ-বিএনপির
ঐক্যবদ্ধ না থাকায় অতীতে নানা আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপি। এবার আন্দোলন ইস্যুতে জোটের সমমনা দলগুলোর সঙ্গে দফায় দফায় সংলাপ করেও কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি দলটি। ঐক্যবদ্ধ হতে না পারার পেছনে জোটের কয়েজকজন নেতার ভূমিকা রয়েছে বলে সন্দেহ বিএনপির।
স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, আন্দোলনের মাঝপথে কয়েকজন নেতা হাল ছেড়ে দিতে পারেন। এতে বিএনপির অস্তিত্ব গভীর সংকটে পড়বে।
যেসব নেতাদের নিয়ে বিএনপির মধ্যে সন্দেহ দেখা দিয়েছে তারা হলেন- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, জেএসডি নেতা আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপি যখন আন্দোলন শুরু করবে তখনই বোঝা যাবে সন্দেহের তালিকায় থাকা নেতাদের ভূমিকা কী। এখন দেখার বিষয় বিএনপি জোটে ঐক্যবদ্ধ হয় নাকি জোট ছাড়াই আন্দোলন করে।