সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করলো পিসিবি

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

নিউজিল্যান্ড-ও-ইংল্যান্ড-সিরিজের-সূচি-ঘোষণা-করলো-পিসিবি

নিউজিল্যান্ড-ও-ইংল্যান্ড-সিরিজের-সূচি-ঘোষণা-করলো-পিসিবি

চলতি বছর খেলার মধ্যেই রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেই ধারা ধরে রাখতে চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলবে বাবর আজমরা। এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

সিরিজে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দলকেই আতিথ্য দেবে পাকিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচগুলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।  সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলবে কিউইরা। পাশাপাশি রয়েছে পাঁচটি ওয়ানডে ম্যাচও।  

ওয়ানডে ম্যাচগুলো আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অংশ। ২৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত একটানা চলবে এই সিরিজ।  ২৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে শেষ হবে দু্টি টেস্ট। এরপর ১১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এরপর দুই মাস বিরতি দিয়ে আবারও পাকিস্তান ফিরে আসবে নিউজিল্যান্ড। এই সফরে তারা সমান পাঁচটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। রঙ্গিন পোশাকের এই সিরিজ দুটি এপ্রিলের ১৩ তারিখ শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত।

নিউজিল্যান্ড পাকিস্তান সফর করার আগে ইংলিশরা তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে। এই সিরিজও আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ডিসেম্বরের ১ তারিখ শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত চলবে এই সিরিজ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচীতে।

পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজ সূচি:
১ম ধাপ:
২৭-৩১ ডিসেম্বর - ১ম টেস্ট, করাচি
৪-৮ জানুয়ারি – ২য় টেস্ট, মুলতান

১১ জানুয়ারি - ১ম ওয়ানডে, করাচি
১৩ জানুয়ারী – ২য় ওয়ানডে, করাচি
১৫ জানুয়ারি – ৩য় ওয়ানডে, করাচি

২য় ধাপ:
১৩ এপ্রিল - ১ম টি-২০, করাচি
১৫ এপ্রিল – ২য় টি-২০, করাচি
১৬ এপ্রিল – ৩য় টি-২০, করাচি
১৯ এপ্রিল – ৪র্থ টি-২০, করাচি
২৩ এপ্রিল – ৫ম টি-২০, করাচি

২৬ এপ্রিল – ১ম ওয়ানডে লাহোর
২৮ এপ্রিল – ১ম ওয়ানডে, লাহোর
০১ মে – ১ম ওয়ানডে, লাহোর
০৪ মে – ১ম ওয়ানডে, লাহোর
০৭ মে – ১ম ওয়ানডে, লাহোর

পাকিস্তান বনাম ইংল্যান্ড
১-৫ ডিসেম্বর - ১ম টেস্ট, রাওয়ালপিন্ডি
৯-১৩ ডিসেম্বর – ২য় টেস্ট, মুলতান
১৭-২১ ডিসেম্বর – ৩য় টেস্ট, করাচি