মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাত থেকে গাড়ি চলবে মধুমতি সেতুতে

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

মধ্যরাত-থেকে-গাড়ি-চলবে-মধুমতি-সেতুতে

মধ্যরাত-থেকে-গাড়ি-চলবে-মধুমতি-সেতুতে

স্বপ্ন পূরণ হলো নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের। দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মধ্যরাত থেকেই এ সেতুতে চলবে গাড়ি।

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাটে মধুমতি নদীর উপর সেতুটি নির্মাণ করায় নামকরণ করা হয়েছে মধুমতি সেতু। উদ্বোধনের পর সেতুর দুই তীরে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। সেতু এলাকায় দেখা গেছে উৎসুক মানুষের ভিড়।

সেতুর প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য জানান, সোমবার রাত ১২টা থেকে গাড়ি চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে। সেতুতে ৮৪টি সৌরবিদ্যুতের ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। আটটি বুথের টোল প্লাজাও পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। ১ নভেম্বর থেকে ডিজিটাল পদ্ধতিতে টোল নেয়া হবে। এর আগে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় হবে।