চিত্রশিল্পী এস এম সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত : ০১:১৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
চিত্রশিল্পী-এস-এম-সুলতানের-২৮তম-মৃত্যুবার্ষিকী-পালিত
সোমবার সকালে শিল্পীর বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শারশ্বতী শীল, পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার পক্ষ থেকে কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা।
পরে বিশেষ মোজানাত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- চিত্রা নদীতে শিশুদের ভ্রাম্যমাণ আর্টক্যাম্প, চিত্রকর্ম প্রদর্শন, আলোচনাসভা ও বাউলগানের আসর।
উল্লেখ্য, বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিলো লাল মিয়া। বাবার নাম মেছের আলী এবং মায়ের নাম মাজু বিবি।
চিত্রশিল্পের খ্যাতি হিসেবে বরেণ্য এই শিল্পী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার পেয়েছেন। এছাড়া ১৯৮২ সালে একুশে পদক ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ অসংখ্য পদকে ভূষিত হন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় সমাহিত করা হয় তাকে।