৯ জনকে মেরে ফেলা বাঘকে গুলি করে হত্যা
প্রকাশিত : ১২:৫০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
৯-জনকে-মেরে-ফেলা-বাঘকে-গুলি-করে-হত্যা
শনিবার (৮ অক্টোবর) দেশটির বিহারের ‘চাম্পারানের মানুষখেকো’ ওই বাঘটিকে হত্যা করতে পুলিশসহ ২০০ জেলা কর্মকর্তা অংশ নেন। বেশ কয়েকটি হাতি ব্যবহার করে বাঘটিকে খুঁজে বের করা হয়।
বিহারের বাল্মীকি বাঘ অভয়ারণ্যের পরিচালক নেসামানি কে বলেন, তিন বছর বয়সী বাঘটি এক নারী ও তার শিশুসন্তানকে হত্যা করেছে—এমন খবর পাওয়ার পরপরই শনিবার সেটিকে খুঁজতে নামা হয়। এ অভিযানে নেতৃত্ব দিয়েছে বিহার পুলিশ।
বাঘটি হত্যা করতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান এ অঞ্চলের প্রধান বন্য প্রাণী রক্ষক কুমার গুপ্ত। তিনি বলেন, কয়েকবার সেটিকে অজ্ঞান করার চেষ্টা করা হয়েছিল। তবে তা সফল হয়নি। বাঘটি ঘিরে ফেলার পরও সেটির মধ্যে কোনো ভয় দেখা যায়নি।
আরো পড়ুন>> ক্রিমিয়া সেতু বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করলেন পুতিন
এই কর্মকর্তা আরো বলেন, দুটি হাতিতে করে দুটি দল জঙ্গলের ভেতরে প্রবেশ করে। অপর একটি দল বাইরে নির্দিষ্ট একটি স্থানে ছিল। ধারণা করা হচ্ছিল, তাড়া খেয়ে সেখান থেকেই বাঘটি বের হবে। পরে বেলা সোয়া তিনটায় বাঘটিকে গুলি করা হয়।
বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশের বেশি রয়েছে ভারতে। ২০১৯ সালে দেশটির সরকারের দেওয়া তথ্য বলছে, প্রতিবছর ভারতে বাঘের আক্রমণে ৪০ থেকে ৫০ জনের মৃত্যু হয়।