ঘরোয়া ক্রিকেটের সুযোগ সুবিধা নিয়ে আকবরের আক্ষেপ
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ঘরোয়া-ক্রিকেটের-সুযোগ-সুবিধা-নিয়ে-আকবরের-আক্ষেপ
শুরু থেকেই ঘরোয়া ক্রিকেটের দৈন্যদশা চোখে পড়ার মতো। আকবর আলী মনে করেন, পর্যাপ্ত সুযোগ সুবিধার কারণে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে ব্যর্থ হচ্ছেন। এই জায়গায় নজর দিতে না পারলে উন্নতি করা অসম্ভব।
ঘরোয়া ক্রিকেটের এই দৈন্যদশার প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় দলেও। গত কয়েক বছরে ওয়ানডে ছাড়া বাকি দুই সংস্করণে স্থায়ী কোনো ওপেনিং জুটি পাচ্ছে না বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে এ সমস্যা সমাধানে টিম ম্যানেজমেন্টের ঘুম হারাম।
যদিও এখানে টিম ম্যানেজমেন্টের কিছু করার নেই। কারণ তাদের যে অপশন আছে সেগুলো থেকেই তারা ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে যাচ্ছেন। দলের এমন বেহাল দশায় জং ধরা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের চিত্রই যেন ফুটে উঠেছে।
এ নিয়ে আক্ষেপ করে আকবর বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট আর ঘরোয়া ক্রিকেটের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে, এটা আপনাকে মানতে হবে। আমাদের দেশের ক্ষেত্রে এই পার্থক্যটা মনে হয় আরো বেশি। কারণ অন্যন্য দেশের তুলনায় আমাদের সুযোগ-সুবিধা এখনো সেভাবে হয়ে ওঠেনি। এই জিনিসগুলোর উন্নতি হচ্ছে।’
আরেকদিকে দেখা যায়, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলে এসে নিজের চেনা ফর্মটা আর খুঁজে পান না ক্রিকেটাররা। এখানে ক্রিকেট কাঠামোর দায়ও দেখছেন সম্ভাবনাময় এই তরুণ।
আকবর বলেন, ‘এটা আমার জন্য একটা কঠিন প্রশ্ন যে, ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের জন্য কি কি করা যেতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের হাতে যে সুযোগ সুবিধা আছে সেটা নিয়ে যাতে ভালো পারফর্ম করতে পারি।’